খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

সাবেক এমপি নজির হোসেন আর নেই

গেজেট ডেস্ক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের পুরাতন বাস স্টেশনে নজির হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় তাঁর গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

প্রসঙ্গত, নজির হোসেন সুনামগঞ্জ—১ আসন থেকে ১৯৯১ সালে সিপিবির হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৩ সালের ১৫ অক্টোবর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন। ১৯৯৬ সালে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

নজির হোসেন ১৯৪৯ সালের ৪ঠা ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করে। তার বাবা মো. আব্দুল গণী ও মা সুয়েতুন নেছা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!