বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ম্যাচটি গোলশূন্য ড্র রয়েছে। পুরো প্রথমার্ধ জুড়ে ফিলিস্তিন বাংলাদেশকে চেপে ধরেছিল। তবে ম্যাচের সবচেয়ে সহজ গোলের সুযোগ তৈরি করেছিল স্বাগতিক বাংলাদেশ। ৪৪ মিনিটে অধিনায়ক জামাল ভূইয়া মাঝমাঠের একটু সামনে থেকে ফাহিমের উদ্দেশ্যে বল পাঠান। দুই ডিফেন্ডারকে পাশে রাখে ফাহিম বল পেয়েছিলেন৷ কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি ফাহিম। তার নেয়া শট ফিলিস্তিন গোলরক্ষকের গায়ে লাগে৷
ম্যাচের বাকি সময় ছিল ফিলিস্তিনের আক্রমণ। বাংলাদেশের ডিফেন্ডাররা ভালোই রুখেছে ৯৭ র্যাংকিংধারী দলকে ৷ বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণ বেশ দক্ষতার সঙ্গে ডিফেন্স লাইনে নেতৃত্ব দিয়েছেন। গোলরক্ষক মিতুল মারমাও দুটি ভালো সেভ করেছেন।
১২ মিনিটে মোহাম্মদ রশিদের ফ্রী কিকে গোলরক্ষক মিতুলের সামনে বল ড্রপ করে। মিতুল গ্রীপ করতে না পারলেও অবশ্য বড় সমস্যা হয়নি। ছয় মিনিট পর ফিলিস্তিনের আরেক ফ্রী কিক বক্সের সামনে শট হলেও কর্নারে রক্ষা করেন মিতুল। মজিবুর রহমান জনির মিস পাসে বেশ কয়েকবার বাংলাদেশ চাপে পড়েছে। ৩৯ মিনিটে মুসাব বাতাতের ফ্রী কিকে শিহাব কুম্বোর হেড মিতুল মারমা সেভ করতে ব্যর্থ হলে বাংলাদেশ পিছিয়ে পড়তে পারত৷
শেষ পাঁচ মিনিট বাংলাদেশ আক্রমণ করেছে৷ ৪২ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। দুই মিনিট পর জামালের পাসে মিস করেন ফাহিম৷
খুলনা গেজেট/ এএজে