খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

খুলনা-রাজশাহী অঞ্চলের ট্রেনের টিকিট: দুই ঘণ্টার মধ্যে বিক্রি শেষ

 নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ সোমবার। আজ আগামী ৪ এপ্রিলের ঈদযাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।

খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ নিয়ে গঠিত পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হয় আজ সকাল আটটায়। প্রথম ১৫ মিনিটেই বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে যায়।

পশ্চিমাঞ্চলের ট্রেনের জন্য দিনে নির্ধারিত আছে ১৪ হাজার ৭১৫টি টিকিট। টিকিট বিক্রি-সংক্রান্ত তথ্যভান্ডারের হিসাব অনুযায়ী, সকাল সোয়া আটটার মধ্যে ৯ হাজার ৬০৪টি টিকিট বিক্রি হয়ে যায়। সকাল সাড়ে ১০টার মধ্যে ১৩ হাজার ২৭৭টি টিকিট বিক্রি হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, পশ্চিমাঞ্চলের প্রায় সব টিকিটই বেলা দুইটার মধ্যে বিক্রি হয়ে যায়। টিকিট কাটার জন্য মানুষ সকাল থেকে ৬৪ লাখ বার রেলের ওয়েবসাইটে চেষ্টা চালান (হিট)।

বেলা দুইটা থেকে বিক্রি হচ্ছে রেলের পূর্বাঞ্চলের টিকিট। এবার ঈদে এই অঞ্চলের জন্য দিনে টিকিট বরাদ্দ আছে ১৬ হাজার ২২টি।

রোববার প্রথম দিন দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ১৯ হাজার ১১৬টি টিকিট বিক্রি হয়। এরপরও ১২ হাজারের বেশি টিকিট অবিক্রীত ছিল। এর বেশির ভাগই পূর্বাঞ্চলের।

গতকাল পশ্চিমাঞ্চলের টিকিট বেশি বিক্রি হয়েছে। গতকাল সারা দিনে টিকিটের জন্য মানুষ তিন কোটি বারের বেশি ওয়েবসাইটে হানা দেন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!