মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মস্কোতে হামলার ঘটনায় নিহত বেড়ে ১৩৩

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ক্রোকাস সিটি কমপ্লেক্সে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। বিবিসির দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে ক্রোকাস সিটি কমপ্লেক্সে চার বন্দুকধারী এক ভয়াবহ হামলা চালায়। এ সময় হামলাকারীরা গুলি ছুড়ার পাশাপাশি দাহ্য পদার্থ দিয়ে ওই ভেন্যুতে আগুন লাগিয়ে দেয়া হয়।

রুশ তদন্তকারী কমিটি জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলমান। সময় বাড়ার সাথে সাথে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তারা।

রাশিয়ার তদন্তকারীরা সংস্থা জানিয়েছে, হামলায় উদ্ধার অভিযান শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা বাড়তে থাকে। এখন পর্যন্ত নিহতদের মধ্যে ৪১ জনের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং হাসপাতালে রয়েছেন আরও ১০৭ জন।

এদিকে হামলা জড়িত থাকার সন্দেহে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে রাশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তারা বলেছে, হামলাকারীরা হামলা করে ইউক্রেনে পালিয়ে ‍যাওয়ার চেষ্টা করছিল।

রাশিয়ার বার্তাসংস্থা তাস নিউজ জানান, হামলার আগে গোপন জায়গায় অস্ত্র জমা রেখেছিল সন্ত্রাসীরা। হামলার পর তারা রাশিয়া থেকে ইউক্রেনের সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করছিল। হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত।

এদিকে হামলার পরপরই সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) খোরাসান হামলার দায় স্বীকার করে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন