মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দ্রুত ৫ শিকারে ‘কিছুটা’ স্বস্তিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানে গুটিয়ে যাওয়ায় শ্রীলঙ্কাকে বেশ এগিয়ে দিয়েছে বাংলাদেশ! যে কারণে দ্বিতীয় দিনের শেষ বিকেলে নাহিদ রানা ও শরিফুল ইসলামরা দ্রুত উইকেট নিলেও, স্বাগতিক টাইগাররা পরিপূর্ণ ফায়দা তুলতে পারেনি। দ্বিতীয় দিন শেষে লঙ্কানরা ১১৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে, তবে প্রথম ইনিংসে পাওয়া ৯২ রান মিলিয়ে তাদের মোট লিড দাঁড়িয়েছে ২১১–তে।

শনিবার(২৩মার্চ) দিন শেষেও লঙ্কানদের হয়ে ক্রিজে অপরাজিত ছিলেন গত ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। সে কারণেই মূলত কিছুটা স্বস্তিতে রয়েছে সফরকারীরা। ডি সিলভা ক্রিজে থাকা মানে তাদের লিড আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। একই কারণে পুরো স্বস্তিতে নেই বাংলাদেশ। কারণ প্রথম ইনিংসে বোলারদের দারুণ পারফরম্যান্সের পরও তারা ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। তাইজুল ইসলামের প্রায় অর্ধশতক (ব্যক্তিগত সর্বোচ্চ ৪৭ রান) ছোঁয়া ইনিংস না পেলে, আরও করুণ অবস্থা হতে পারত স্বাগতিকদের!

এর আগে টেস্ট ক্যারিয়ারের ৩৬তম ফিফটি পূর্ণ করে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার দিমুথ করুণারত্নে। পঞ্চাশ ছুঁতেই তাকে ফেরালেন শরিফুল ইসলাম। এর আগে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের লাগামধরা মুহূর্ত এনে দেন অভিষিক্ত পেসার নাহিদ রানা। এখন পর্যন্ত তার শিকার দুটি, একটি করে উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ ও তাইজুল।

বিস্তারিত আসছে…




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন