খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

ওলামা সম্মেলন সফলে আইম্মা পরিষদের জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় বয়রা ফারুকীয়া মাদ্রাসায় জরুরি সভা সোমবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ বক্তব্য বলেন, ফ্রান্সে আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ (স.) এর ব্যাঙ্গাক্তক কার্টুন প্রকাশের তিব্র নিন্দা জানাই, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সকে বয়কট করতে হবে, তাদের সকল পণ্য বর্জন করতে সকলের প্রতি আহবান জানান।

বর্তমান পরিস্থিতিতে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক ওলামা সম্মেলন আগামী ৫ নভেম্বর। সম্মেলন এর প্রস্তুতি ও সফলে করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং প্রচারণা, দাওয়াত ও ব্যবস্থাপনার দায়িত্ব পালনের জিম্মাদারি বন্টন করে কমিটি গঠন করা হয় ।

উপস্থিত ছিলেন মুফতী মাহবুবুর রহমান, মুফতী আব্দুল কুদ্দুস, মুফতী আলী আহমাদ, মুফতী জাকির আশরাফ, মুফতী ইমরান বিন হুসাইন, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী মিরাজ মাহমুদ, মুফতী আবু সালেহ, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতী জাকির হুসাইন, মুফতী জাহিদুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মাওলানা আসাদুজ্জামান, শায়েখ সামছুর রহমান বাবুল সহ প্রমূখ নেতৃবৃন্দ।

সকাল ৭ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লবনচরা থানা শাখার সভাপতি মাওলানা ফজলুল কাদেরের সভাপতিত্বে সেক্রেটারি মুফতি মাসুম বিল্লাহ এর পরিচালনায় ওলামা সম্মেলন সফলে প্রস্তুতি সভা জিন্নাহ পাড়া আবু বকর রা. জামে মসজিদে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, উপস্থিত ছিলেন মুফতী আলী আহমাদ, মুফতী শেখ আমীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক মুফতি আল আমিন মাওলানা শাহ আলম মুফতি আরিফুল ইসলাম মাওলানা সিরাজুল ইসলাম প্রমূখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!