ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে শরণার্থী রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায়, ওই নৌকায় থাকা অন্তত ৫০ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২০ মার্চ) সকালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কুয়ালা বুবন তীর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। এতে প্রায় ১৫০ জন রোহিঙ্গা ছিলেন বলে জানা গেছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি ফয়সাল রহমান জানিয়েছেন, আচেহ প্রদেশের জেলেরা চার নারী ও দুজন পুরুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছেন। সেখানে তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তারা জানিয়েছেন, অনেকেই ডুবে গেছে।
ফয়সাল সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, কতজন মারা গেছেন, তার সংখ্যা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে উদ্ধার হওয়া ওই ছয়জনের কাছ থেকে পাওয়া তথ্যানুসারে, অন্তত ৫০ জনের মৃত্যু হতে পারে।
ধারণা করা হচ্ছে, যারা ডুবে গেছেন তাদের অধিকাংশই নারী ও শিশু। তারা সাঁতার না জানায় সমুদ্রের স্রোতে ভেসে গেছেন।
এর আগে, ২০২৩ সালের আগস্ট মাসে বঙ্গোপসাগরে নৌকা ডুবে ১৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়। জাতিসংঘের তথ্যানুসারে, ২০২৩ সালে সাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ৫৬৯ রোহিঙ্গা মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।