বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বটিয়াঘাটায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনার ব‌টিয়াঘাটা থেকে আমিনুর শেখ নামে এক যুবকের অর্ধ গ‌লিত লাশ উদ্ধার করেছে পু‌লিশ। মঙ্গলবার সকা‌ল ৯টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পু‌লিশ।

নিহত ওই ব‌্যক্তি ব‌টিয়ঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা গ্রামের আঃ মালেক শেখের ছেলে।

ব‌টিয়ায়াঘাটা থানার অ‌ফিসার ইনচার্জ রিপন কুমার সরকার খুলনা গে‌জেট‌কে ব‌লেন, আমিনুর শেখ ১৫ মার্চ রা‌তে বা‌ড়ির পা‌শে নিজস্ব ঘের পাহারা দেওয়ার জন‌্য বা‌ড়ি থে‌কে বের হন। পরবর্তীতে তি‌নি আর বা‌ড়ি‌তে ফি‌রে আসে‌নি। এ ঘটনায় নিহ‌তের বাবা প‌রের‌দিন সং‌শ্লিষ্ট থানায় সাধারণ ডা‌য়েরী ক‌রেন। গতরা‌তেও থানার বি‌ভিন্ন এলাকায় খোঁজ ‌নি‌য়েও তার সন্ধান পাওয়া যায়নি।

তি‌নি আরও ব‌লেন, সকা‌লে গাওঘরা গ্রা‌মের এক‌টি বাগা‌নের ম‌ধ্যে তার লাশ প‌ড়ে থাক‌েতে দে‌খে স্থানীয়রা থানায় খবর দি‌লে পু‌লিশ সেখা‌নে গি‌য়ে আমিনুর শে‌খের মর‌দেহ উদ্ধার ক‌রে।

তি‌নি ব‌লেন, মর‌দে‌হের শরী‌রের বি‌ভিন্নস্থা‌নে পচন ধ‌রে‌ছে। ত‌বে শরী‌রে কোন আঘা‌তের চিহ্ন দেখা যায়‌নি। সুরতাল রি‌পোর্ট ও ময়নাতদন্ত শে‌ষে রি‌পোর্ট এলে বোঝা যা‌বে এটি হত‌্যাকাণ্ড না অন‌্য কিছু।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন