খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

পূর্বাশা পরিবহনে প্রাণ গেল সাইকেল চালকের

জীবননগর প্রতিনিধি

ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৮) বাসের ধাক্কায় নুরনবী (১৭) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মহিদুল (৫৫) নামের এক ইজিবাইক চালক। ঘটনাটি শুক্রবার ( ১৫মার্চ)  বিকাল সাড়ে চারটার দিকে দর্শনা- জীবননগর আঞ্চলিক মহাসড়কের উথলী আমতলা নামক স্থানে ঘটে।

নিহত নুরনবী জীবননগর উপজেলার সিংনগর গ্রামের আবুল হাসেমের ছেলে। আহত একই উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের গোলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনাগামী পূর্বাশা পরিবহন নামের একটি বাস উথলী আমতলা এলাকায় পৌঁছালে ত্রিমূখী সড়কের পার্শ্বসড়ক রাঙ্গিয়ারপোতার দিক থেকে আসা এক বাইসাইকেল চালক কোন দিকে খেয়াল না করেই হঠাৎ মূল সড়কের উপর চলে আসে। এসময় দ্রুতগতির বাসটি ইমার্জেন্সি ব্রেক চাপলেও দুর্ঘটনা এড়াতে পারেনি। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসাইকেলে চালক নুরনবীর। একই সময় দর্শনার দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের সাথেও বাসটির সংঘর্ষ হয়।এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়, আহত হন ইজিবাইকের চালক। দুর্ঘটনার পর বাসটি সড়কের উপর আড়াআড়ি হয়ে যায়। বন্ধ হয়ে যায় সড়কের সব ধরনের যানবাহন চলাচল।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জীবননগর থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁরা সড়কের উপর থেকে বাসটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। বাসটি হেফাজতে নিলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে ও ঘাতক বাস পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!