মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মাথায় আঘাত পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে

গে‌জেট ডেস্ক

মাথায় গুরুতর আঘাত পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার জন্য তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সোয়া ৮টার দিকে তৃণমূল কংগ্রেস ফেসবুকে মুখ্যমন্ত্রীর একটি ছবি পোস্ট করে এ খবর জানিয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ঠিক মাঝখানে চোট লেগেছে। সেখান থেকে রক্ত বেয়ে পড়ছে। ছবিতে হাসপাতালের বিছানায় শোয়া অবস্থায় দেখা গেছে মমতাকে।

তবে মুখ্যমন্ত্রী মমতা কীভাবে আঘাত পেয়েছেন তা এখনো স্পষ্ট নয়। যদিও ছবিতে দেখা যাচ্ছে, বাড়িতে যেরকম শাড়ি পরে থাকেন, তেমনই একটি শাড়ি পরা রয়েছে তার গায়ে।

মমতার বাসভবন সূত্রে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাকে এসএসকেএমে নিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন