শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় তৈরি আইসক্রিম ধ্বংস, জরিমানা

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে ইমান শেখ নামের এক কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা এলাকায় একটি বাসাবাড়িতে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। অভিযান শেষে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ‘অনুমোদনহীন ওই কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। বিভিন্ন ব্রান্ডের প্যাকেটে এসব আইসক্রিম দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো।’কারখানার কয়েকটি ফ্রিজে থাকা বিপুল পরিমাণ আইসক্রিম অভিযানের সময় ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা ।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন