মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

জনগণকে কষ্ট দিতেই ক্ষমতায় টিকে আছে সরকার : মির্জা আব্বাস

গেজেট ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণকে কষ্ট দিতেই ক্ষমতায় টিকে আছে সরকার। মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকায় এমনটা করছে তারা। শনিবার (৯ মার্চ) নয়াপল্টনে বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

কারাগারে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন চলানো হচ্ছে দাবি করে মির্জা আব্বাস বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই পূর্ব পরিকল্পনা সাজিয়েছিল সরকার। তাই ভোটের আগে বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করা হয়। এ পরিকল্পনা আমরা বুঝতে পারেনি।

মনোবল অটুট রেখে আন্দোলন চালিয়ে নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণের আন্দোলনে একদিন সরকারকে বিদায় নিতে হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন