হার্টে অস্ত্রোপচারের পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দল কপিল দেব। আজ রবিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়কের সুস্থতার কথা জানিয়ে তারই এক সময়ের সতীর্থ চেতন শর্মা টুইট করেন। সেখানে তিনি লিখেছেন ‘কপিল পাজি সম্পূর্ণ সুস্থ আছেন।’
কপিলের অ্যাঞ্জিওপ্লাস্টি করেছিলেন চিকিৎসক অতুল মাথুর। তার সঙ্গে কপিলের একটি ছবিও টুইট করেছেন চেতন। হৃদরোগে আক্রান্ত হওয়া কপিল দেব এখন পুরোপুরি সুস্থ।
বুকে ব্যথা নিয়ে গত শুক্রবার ভোরে দিল্লির ওখলা রোডে অবস্থিত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কপিল দেব। হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ খবর জানানো হয়েছিল। রাতেই ৬২ বছরের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের অ্যানজিওপ্লাস্টি করা হয়। এরপর তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
রবিবার টুইটে দিল্লির ওখলা রোডের ওই হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কপিলের একটি ছবি পোস্ট করেন চেতন শর্মা। নিজের টুইটে তিনি লেখেন, ‘ডাঃ অতুল মাথুর কপিল পাজির অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক। হাসপাতাল থেকেও তাকে ছুটি দেওয়া হয়েছে।’
খুলনা গেজেট/এএমআর