বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ, যে দল হারবে তারাই বিদায় নেবে। বাঁচামরার এ লড়াইয়ে আবার মুখোমুখি সাকিব আল হাসান আর তামিম ইকবাল। রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের ম্যাচ ছাপিয়ে যেন এটি সাকিব-তামিমের লড়াইও। সে লড়াইয়ে ব্যাট হাতে ব্যর্থ সাকিব। তবে ধ্বংসস্তুপের মাঝে যেন নতুন করে জেগে উঠলেন শামীম পাটোয়ারী। করলেন এবারের বিপিএলের দ্রুততম ফিফটি। ১৯তম ওভারে নিলেন ২৬ রান। রংপুরের স্কোর ঘুরল তাতেই। শামিম মাত্র ২৪ বলে ৫টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর।
দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর ১০০ পার করবে কিনা তা নিয়েই ছিল শঙ্কা। তবে শামীম খেললেন নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটাই। আগেরদিন গোল্ডেন ডাক মেরে ফিরে যাওয়া এই খেলোয়াড় আজ বুধবার ছিলেন ক্ষুরধার ফর্মে। তাতেই রংপুর টেনেটুনে গেল ১৪৯ পর্যন্ত। ফাইনালে যেতে তামিমের ফরচুন বরিশালের সামনে লক্ষ্য ১৫০ রান।
তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে কাঙ্খিত রান করতে পারেনি পয়েন্ট টেবিলের সেরা দল রংপুর। ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যাওয়া রংপুরকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে শেষ দিকে দায়িত্বশীল ব্যাটিং করেন শামিম পাটোয়ারি।
বুধবার মিরপুরে হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়েছে। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় রংপুর রাইডার্স।
৪.৪ ওভারে স্কোর বোর্ডে ১৮ রান জমা হতেই সাজঘরে দুই ওপেনার মেহেদি হাসান ও রনি তালুকদার এবং তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা তারকা ব্যাটসম্যান সাকিব আল হাসান।
প্রথম সারির এই ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেও ব্যর্থ হন নিউজিল্যান্ডতের তারকা অলরাউন্ডার জিমি নিশাম ও উইন্ডিজের তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। দলীয় ৪৮ রানে ফেরেন এই দুই তারকা।
ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরতে পারেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি এবং রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানও। দলীয় ৭৬ ও ৭৭ রানে ফেরেন মোহাম্মদ নবি ও নুরুল হাসান সোহান।
৭৭ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে গর্ত থেকে টেনে তুলতে পারেননি লেজের ব্যাটসম্যানরা।
জয়ের জন্য তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের প্রয়োজন ১২০ বলে ১৫০ রান। আজ জিতলে শুক্রবার মিরপুরে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে বরিশাল।
খুলনা গেজেট/এমএম