Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকায় ট্রেনের ধাক্কায় ফাহাদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ফাহাদ হোসেন রাঙ্গিয়ারপোতা গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে।

ফাহাদ এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ওই স্কুলছাত্র মোটরসাইকেল যোগে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিল। পথে রেলক্রসিংয়ে পৌঁছলে খুলনা থেকে চিলাহাটীগামী রুপসা-৭২৭ ট্রেনে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই শাহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে আমরা শুনেছি। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন