রামপালে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে ইমামের বসত ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এতে ওই ভুক্তভোগী বদরুল ইসলামের ৫ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ওই সময় ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।
খবর পেয়ে গৌরম্ভা ফাঁড়ির এএসআই দুলাল চন্দ্র কর্মকার ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যের যাওয়ার পূর্বেই স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করার পূর্বে সম্পুর্নভাবে বসত ঘরটি ছাই হয়ে যায়।
ভুক্তভোগী বদরুল ইসলাম বদর জানান, তার দীর্ঘ দিনের জমানো টাকা দিয়ে ঘর নির্মাণ করছেন। ঘরে জমানো ৩০ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার ছিল বলে তিনি দাবী করেন।
স্থানীয় সাংবাদিক মুর্শিদা পারভীন ও গৌরম্ভা ফাঁড়ির এএসআই দুলাল চন্দ্র কর্মকার জানান, আগুন ওই ভুক্তভোগী বদরুলের সব কিছু শেষ হয়ে গেছে। তারা সমাজের বিত্তবানদের সাহায্যের জন্য অনুরোধ করেছেন।
খুলনা গেজেট/ এএজে