সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

চোট কাটিয়ে ফাইনালে মাঠে নামতে প্রস্তুত মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচের আগে সুখবর দিয়েছেন নাজমুল একাদশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। লিগ পর্বের শেষ ম্যাচে চোট পাওয়া মুশফিক সেরে উঠেছেন। ফাইনাল ম্যাচের আগে একাকী অনুশীলনও করেছেন।

আসরের একমাত্র শতকের মালিক তামিম একাদশের বিপক্ষে নাজমুল একাদশের শেষ ম্যাচে চোট পান। চোটের কারণে ম্যাচের মাঝপথে মাঠ ছাড়তে হয় তাকে। গালিতে ওঠা ইয়াসির আলি রাব্বির ক্যাচ ধরতে গিয়ে এই চোট বাঁধান দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিছুক্ষণ মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়েও খেলা চালিয়ে যেতে পারেননি। যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়ে যান। ম্যাচ শেষে মুশফিককে ব্যান্ডেজে হাত ঝুলিয়ে রাখা অবস্থায় দেখা যায়।

তবে সব শঙ্কা ও সংশয় দূর করে মুশফিক গতকাল শনিবার নিজেকে অনুশীলনে ব্যস্ত রাখেন। ফাইনালের আগের দিন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলের অনুশীলনের সূচি ছিল না। মুশফিক একা একাই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। চোট যে গুরুতর নয় তা অনুধাবন করা গেছে আগেই। তবুও মাঠে মুশফিকের যন্ত্রণাকাতর চেহারা দেখে সংশয় জেগেছিল অনেকেরই। অনুশীলনে একাগ্র মুশফিককে দেখে উধাও হয়েছে সেই শঙ্কাও। নতুন করে ‘পুরনো মুশফিক’ এর এই দর্শনই বলছে, ফাইনাল খেলার জন্য পুরোপুরি ফিট মিস্টার ডিপেন্ডেবল।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন