খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

এক মাসে ৫২১ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৮৬ জনের

গে‌জেট ডেস্ক

চলতি বছরের জানুয়ারি মাসে সারাদেশে ৫২১টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮৬ জন। এছাড়া আহত হয়েছেন আরো ১০৫৪ জন। নিহতদের ১৭০ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারিতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতালে) ১১৫৩ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৭২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭১ জনসহ সারাদেশে তিন হাজার ৩৭৪ জন যাত্রী ও পথচারী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। সে হিসাবে হাসপাতালের তথ্যসহ আহত রোগীর সংখ্যা ৪ হাজার ৪২৮ জন। একই সময়ে রেলপথে ৪৪ টি দুর্ঘটনায় ৪২ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন ২১ জন। নৌপথে ৭ টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে আরও তিনজন। সড়ক, রেল ও নৌপথে সব মিলিয়ে ৫৭২টি দুর্ঘটনায় ৫৩৪ জন নিহত হন এবং ৪৪৬২ জন আহত হন।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৭০ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। যা দুর্ঘটনায় নিহতদের ৩৪ দশমিক ৯০ শতাংশ। ওই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। সংগঠিত দুর্ঘটনার ৫১ দশমিক ৬৩ শতাংশই গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২২ দশমিক ৪৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৪ দশমিক ৫৮ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

প্রতিবেদনে আরো বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে- পুলিশের তিনজন সদস্য, সেনাবাহিনীর একজন সদস্য, বিমান বাহিনীর একজন সদস্য, একজন চিকিৎসক , একজন আইনজীবী, তিনজন মুক্তিযোদ্ধা, একজন প্রকৌশলী, ৯৬ চালক, ৬৯ জন পথচারী, ৪৭ নারী, ৩৮ শিশু, ২৯ শিক্ষার্থী, ১২ পরিবহন শ্রমিক, ৬ শিক্ষক, ও ৯ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৯৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ১৭ দশমিক ৮ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৪১ দশমিক ৪৮ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়। এছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫ দশমিক ৭৫ শতাংশ ঢাকা মহানগরীতে, ০ দশমিক ৯৫ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০ দশমিক ৩৪ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!