বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কিংবদন্তী শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূইয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সংগঠনের কার্যালয়ে পার্টির খুলনা মহানগর কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু। আলোচনা সভায় বক্তৃতা করেন পার্টির খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আমিরুল সরদার, নির্বাহী সদস্য কমরেড কৌশিক দে ব্যাপী, কমরেড মনির হোসেন, ১০নং ওয়ার্ডের পার্টির সাধারণ সম্পাদক কমরেড কুদ্দুস খান, নারী মুক্তি সংসদের খালিশপুর থানা কমিটির সভাপতি নারী নেত্রী লাকি বেগম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা কমরেড হাফিজুর রহমান ভূইয়া পাটকল শ্রমিকদের অন্তঃপ্রাণ ছিলেন। তিনি কৃষক শ্রমিকের সুখে-দুঃখের সংগ্রামী সাথী ছিলেন। তাঁর রেখে যাওয়া লড়াইয়ের পথ ধরে গরীব মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরো বেগবান করতে হবে।
খুলনা গেজেট/কেডি