শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

রিয়াজ না অমিত হাসান, নিপুনের সভাপতি কে?

বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের নতুন তারিখ। আগামী ১৯ এপ্রিল এফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সেই লক্ষ্যে বর্তমান এবং সাবেক শিল্পী নেতারা ব্যস্ত প্যানেল গোছাতে।

তবে এবার সমিতির বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন আসন্ন নির্বাচনে অংশ নেবেন না বলে জানা গেছে। তাই তাঁর প্যানেলের সাধারণ সম্পাদক নিপুণ আক্তার খুঁজছেন নতুন সভাপতি। এমন খবর আগেই জানা গেছে। নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা এখনো ঠিক হয়নি বলেই জানান নিপুণ।

তবে গুঞ্জন উঠেছে নিপুণের প্যানেলের সভাপতি হচ্ছেন অভিনেতা অমিত হাসান। অন্যদিকে কেউ কেউ বলছেন নিপুণের সভাপতি হতে পারেন চিত্রনায়ক রিয়াজ। নিপুণ কাকে নিয়ে জোট বাঁধবেন তা এখনো পরিষ্কার নয়।

জানা গেছে, অমিত হাসান শিল্পী সমিতির নির্বাচনের প্রস্তুতি নিছেন।

নিপুণের প্যানেলেই থাকবেন তিনি। তবে কোন পদে নির্বাচন করবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি। এর আগে নিপুণ জানান, এবারও সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনি। তবে তাঁর প্যানেলে সভাপতি পদে আসছে নতুন মুখ। সভাপতি কে হবেন তা এখনো ঠিক হয়নি।

মার্চে আনুষ্ঠানিকভাবে প্যানেল নিয়ে জানাবেন তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন