শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলী প্রয়াত। শুক্রবার ভোররাতে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। রেখে গেলেন স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাকে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের সংখ্যালঘুর সমাজে জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তিনি। হুগলি জেলার গোঘাট থানার ভুরকুন্ডা গ্রামের ভূমিপুত্র। বাবা ছিলেন কলকাতার সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী, ছেলে বিশিষ্ট আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করলেও সাধারণ মানুষের জন্য তিনি নেমেছিলেন রাজনীতিতে। ২০১৪ সালে উত্তর ২৪ পরগণার বসিরহাট লোকসভা থেকে তৃণমূলের টিকিটে বিপুলভাবে জয়ী হন। তারপর ২০১৯ সালে হাওড়ার উলুবেড়িয়া বিধানসভার উপনির্বাচনে তিনি বিপুলভাবে জয়ী হন।

বিশেষ করে বাঙালি মুসলমান সমাজের উন্নয়নের জন্য এবং তাদের দাবি-দাওয়া নিয়ে বাম সরকারের আমলে ইদ্রিস আলীর আন্দোলন ইতিহাসে লেখা থাকবে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। কিন্তু এই ক্যান্সার তাকে দমিয়ে রাখতে পারেনি কয়েক মাস আগে পর্যন্ত তিনি ভগবানগোলার বিধায়ক হিসেবে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেন। বসিরহাটের সাংসদ হিসেবে তিনি মানুষের সঙ্গে একাত্মবোধ তৈরি করেছিলেন একইভাবে উলুবেরিয়ার বিধায়ক হিসাবেও উলুবেরিয়ার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল নিবিড়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন