শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

রামপালে ৩ এসএসসি পরীক্ষার্থী সন্ত্রাসী হামলার শিকার

রামপাল প্রতিনিধি

রামপালের বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের ৩ পরীক্ষার্থী পরীক্ষা শেষে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত গোলাম কিবরিয়ার মামা জনি শেখ।

জানা গেছে, উপজেলার বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বড় কাটালী গ্রামের মো. জিয়াউর রহমানের ছেলে পারভেজ শেখ (১৭), ভোজপাতিয়া গ্রামের আ. লতিফ শেখের ছেলে গোলাম কিবরিয়া (১৮) ও একই গ্রামের মো. বাদশা শেখের ছেলে আলিফ বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৯ টায় রামপাল সরকারি কলেজে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং পরীক্ষা শেষে দুপুর ২ টার সময় তারা পেড়িখালীর ফুলপুকুরিয়া মোড়ে পৌঁছলে সন্ত্রাসী হামলার শিকার হয়।

অভিযোগে আরও জানা গেছে, ফুলপুকুরিয়া গ্রামের জিন্নাহ ইজারাদারের ছেলে আব্দুল্লাহ ইজারাদার, মো. নাসির হোসেনের ছেলে মিম ও সানিসহ অজাত আরো ১০/১৫ জন তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা ওই পরীক্ষার্থীদের বুট দিয়ে গোড়ায় ও কিল ঘুষি মেরে আহত করে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রামপাল থানা পুলিশকে বলা হয়েছে। যারাই জড়িত থাকুক কাউকেই ছাড় দেয়া হবে না।

রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, লিখিত অভিযোগের কপি পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন