খুলনা, বাংলাদেশ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৮ মে, ২০২৪

Breaking News

  নরসিংদীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
  রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্যসহ নিহত ২
  সাতক্ষীরার তালায় ধানের ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত আরও ১১ জন

দিঘলিয়ায় পাটকল শ্রমিক রাজন হত্যায় মামলা হয়নি, আটক নেই

দিঘলিয়া প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত মন্ডল পাটকল শ্রমিক রাজন (২০) হত্যার একদিন পরও মামলা হয়নি। হত্যাকান্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত রাজন খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইউসুফ মোল্যার ছেলে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানউল্লাহ চৌধুরী জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযানের টিম এখনও মাঠে রয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে চন্দনীমহল রড মিলের সামনে দুর্বৃত্তের হামলায় ফরমাইশখানায় অবস্থিত মন্ডল জুট মিলের শ্রমিক রাজন গুরুতর জখম হয়। একই মিলের শ্রমিক আব্দুর রহমান ও আব্দুর রহিম নামের সহোদরের সাথে তুচ্ছঘটনায় রাজনের সঙ্গে বিরোধ বাঁধে। পরে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/এআইএন/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!