হার্টের সমস্যায় অস্ত্রোপচার করাতে হয়েছে কপিল দেবকে। ভারতের কিংবদন্তি অলরাউন্ডার বর্তমানে আগের চেয়ে সুস্থ আছেন। হুট করেই বৃহস্পতিবার অসুস্থ অনুভব করার পর দিল্লির ফোর্টিস এস্কোর্ট হার্ট ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয় কপিলকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপরই করা হয় অস্ত্রোপচার। এক বিবৃতি দিয়ে কপিলের অবস্থার উন্নতির কথা জানায় ফোর্টিস এস্কোর্ট হার্ট ইন্সটিটিউট।
কপিলের অসুস্থতার খবর প্রথম জানা যায় টুইটারে। লীনা ঠাকরে নামে এক ক্রীড়া সাংবাদিক তার অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন। সেই খবরই এখন গোটা ভারতের কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কেমন আছেন তা জানতে উদ্বিগ্ন সকলেই। ক্রীড়া জগত থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই তাঁর শারীরিক সুস্থতা কামনা করছেন।
ভারতের হয়ে ১৩১ টেস্ট ও ২২৫ ওয়ানডে খেলেছেন কপিল। তার নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে দেশটি। টেস্ট ইতিহাসে ৪০০ উইকেট ও ৫ হাজার রান করা একমাত্র ক্রিকেটার তিনি। ২০১০ সালে আইসিসির হল অফ ফেইমে তাকে যুক্ত করা হয়।
ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটারের সুস্থতা কামনা করেছেন অনিল কুম্বলে, গৌতম গম্ভীর, সুরেশ রায়নারা।
খুলনা গেজেট/এএমআর