এবারের বিপিএলে ব্যাট হাতে চিরচেনা সেই সাকিবের দেখা মেলেনি। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুর দিকে বেশ অস্বস্তিবোধ করেন সাকিব। প্রথম ১৩ বলে কেবল ১১ রান করতে পেরেছিলেন তিনি। তবে ধীরে ধীরে ব্যাটে ছন্দে ফিরে পান এই অলরাউন্ডার। ব্যাটে-বলে পারফরম্যান্স করে নির্বাচিত হন ম্যাচের সেরা খেলোয়াড়ও। ম্যাচ শেষে সাকিব কথা বলেন চোখের সমস্যা নিয়েও।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চোখের সমস্যা কী এ নিয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি জানি না কী সমস্যা হচ্ছে। আমি এখনও সমস্যা খোঁজার চেষ্টা করছি। তবে আমি যদি দলের জন্য যেভাবেই হোক অবদান রাখতে পারি তাতেই আমি খুশি।’
আরও বেশি ম্যাচ খেলতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে বলেও জানান সাকিব। একই সঙ্গে বিপিএলে ব্যাটারদের জন্য রান করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। রংপুর রাইডার্সের তারকা এই ক্রিকেটার বলেন, ‘আমি পিচে কিছু সময় কাটাতে চেয়েছিলাম, যেটা দরকার ছিলো। আরও কিছু ম্যাচে কিছু বল খেলতে পারলে আরও বেশি আত্মবিশ্বাস দিবে। এখানে ব্যাটারদের জন্য রান করা কঠিন। আমার মনে হয় এরকম আর কয়েকটা ম্যাচ যদি পেয়ে যাই তবে আমার পুরো আত্মবিশ্বাস ফিরে আসবে।’
খুলনা গেজেট/ এএজে