Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

৭৭ শতাংশ বৃদ্ধি পাবে ক্যান্সার রোগীর সংখ্যা : ডব্লিউএইচও

গে‌জেট ডেস্ক

২০৫০ সাল নাগাদ বিশ্বজুড়ে ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৫ মিলিয়ন ছাড়িয়ে যাবে। যা ২০২২ সালের তুলনায় ৭৭ শতাংশ বেশি। বিশ্বের জন্য এমন খারাপ খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির ক্যান্সার এজেন্সি আইএআরসি বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে।

ওই রিপোর্টে ভবিষ্যতবাণী করা হয় যে, ২০৫০ সালের আগেই আরও গুরুতর হতে যাচ্ছে বিশ্বের ক্যান্সার পরিস্থিতি। সামনের কয়েক দশকে ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধির জন্য সবথেকে বেশি দায়ী হবে তামাক, মাদক এবং বায়ু দূষণ। আইএআরসি’র ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ৩৫ মিলিয়ন মানুষ নতুন করে ক্যান্সার আক্রান্ত হবে ২০৫০ সালে। ২০২২ সালে এই সংখ্যা ছিল ২০ মিলিয়ন।

১৮৫টি দেশ থেকে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করেছে আইএআরসি। এতে ৩৬ ধরনের ক্যান্সারের কথা উল্লেখ করা হয়েছে। ২০২২ সালে ৯.৭ মিলিয়ন মানুষ ক্যান্সারে মারা গেছেন বলে জানিয়েছে সংস্থাটি। প্রতি নয় জনে এক জন পুরুষ ও ১২ জনে একজন নারী ক্যান্সারে মারা যাচ্ছেন বলে জানিয়েছে আইএআরসি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন