খুলনা, বাংলাদেশ | ৬ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১
  রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
  দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ (৫৫) আর নেই

জীবননগরে সড়কে ডাকাতি, বিজিবি সদস্যসহ আহত ৩

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি আঞ্চলিক সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য।

গত শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপুর-পুরন্দপুর সড়কের বকুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত বিজিবি’র নাম মো.মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি ঢাকার পিলখানায় সদর দপ্তরে কর্মরত। এছাড়াও মোস্তাফিজুরের পিতা মো.নজরুল ইসলাম ও চাচা মো.নায়েব আলী আহত হন। হাসপাতালে থেকে প্রাথমিক চিকিৎসার পর তারা বাসায় ফিরেছেন।

রবিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে জীবননগর থানায় মো.মানিক মিয়া(৩৫),মো.ঠান্ডু মিয়া (৩৭) ও মো.মাজেদুল ইসলাম(৩২) নামের তিনজনের নাম উল্লেখ করে আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ করেন ভুক্তভোগী নজরুল ইসলাম।

বিজিবি’র সদস্য মোস্তাফিজুর জানান, গতরাতে ঢাকা থেকে তিনি তার স্ত্রী জান্নাতুল ইয়াসমিনসহ ছয় মাস বয়সী শিশু বাচ্চাকে নিয়ে রাত সাড়ে ১১টার দিকে হাসাদাহ বাজারে পৌছান। রাত গভীর হওয়াতে বাসায় ফোন দিলে আমার পিতা নজরুল ইসলাম ও চাচা নায়েব আলী পাখি ভ্যানে করে আমাদের নিতে হাসাদাহ বাজারে আসেন। বাজার থেকে পাখি ভ্যান যোগে মাধবপুর-পুরন্দপুর সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলাম। এ সময় বকুলতলায় ওঁৎ পেতে থাকা ৮/১০ ডাকাতেরা সড়কে লাঠি সোটা নিয়ে আমাদের ভ্যানটি গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে আমার সঙ্গে থাকা ব্যাগ যার মধ্যে ২লক্ষ টাকা আমার স্ত্রী প্রায় দুই ভরির ওজনের স্বর্ণালংকার( চুড়ি,চেন) ছিনিয়ে নেয় ডাকাতেরা। এ সময় আমরা তাদের বাধা দিলে লাঠি দিয়ে আমাদের বেধড়ক পেটান।এতে আমারসহ আমার পিতা ও চাচার পিঠ ও শরীরের পিছনের অংশে মারাত্মক জখম হয়েছে। এছাড়াও আমার শিশু বাচ্চা ও স্ত্রীকে টানাহেঁচড়া করেন।

তিনি আরও জানান, পরে আমাদের চিল্লা চেচামেচিতে এলাকাবাসী ছুড়ে আসলে তারা এক জোড়া জুতা ও টর্চ লাইট ফেলে পালিয়ে যান। আমরা এসময় ডাকতদলের তিনজন সদস্যকে চিনতে পারি। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছান।

ভ্যানচালক নায়েব আলী জানান,গতরাতে ঢাকা থেকে আমার ভাইপো বৌমা হাসাদাহ বাজারে আসেন। রাত হওয়ায় আমি ও আমার ভাই ভ্যান নিয়ে তাদের আনতে যায়।পথিমধ্যে বকুল তলায় কয়েকজন আমাদের ভ্যান গতিরোধ করে আমাদের গালাগালি করতে থাকে আমরা বাধা দিলে তারা আমাদের মারধর করতে থাকে এবং ভাইপোর সাথে থাকা ২লক্ষ টাকা ও বৌমার চুড়ি চেন তারা ছিনিয়ে নেন।

তিনি আরও বলেন, এসময় আমরা তাদের ধস্তাধস্তি করতে থাকি এবং একজনকে ঘায়েল করি পরে এলাকাবাসী ছুটে আসলে তারা সকলেই পালিয়ে যায়। এসময় আমরা তিনজনকে চিনতে পারলেও বাকীদের চিনতে পারিনি।

স্থানীয়রা জানান, শুধু  শনিবার রাতেই না মাঝে মাঝে এই সড়কে এমন ঘটনা ঘটে। এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে ক্লিনিক থেকে ফেরার সময় কাজল হোসেনের ইজিবাইক থামিয়ে তাদের অস্ত্রের দেশীয় মুখে জিম্মি করে কাজল ও তার চাচীকে হাত মুখ বেধে তার চাচীর একজোড়া স্বর্ণের একজোড়া কানের দুল,চেন,একটি মোবাইল ফোন, নগত পঞ্চাশ হাজার টাকাসহ একটি ইজিবাইক নিয়ে ডাকত সদস্যরা পালিয়ে যায়। এছাড়াও গত ২ অক্টোবর দুপুরে মাধবপুর বাজার থেকে আরিফের দোকানের সামনে একটি কালো রংয়ের পালসার মোটরসাইকেল নিয়ে কে বা কাহারা নিয়ে পালিয়ে যায়। একই যায়গায় এমন ঘটনা বার বার ঘটলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে সনাক্ত বা ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারিনি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন,ওই সড়কে এমন অপরাধমূলক ঘটনা ঘটেনি। গত রাতে উনারা বাসায় ফিরছিলেন এসময় রাস্তায় দুজন ব্যক্তি তাদের মারধর করলে তার বাপ-চাচা ছুটে আসলে আসামিরা পালিয়ে যান। এছাড়াও যাদের নামে অভিযোগ করেছে তারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!