খুলনা, বাংলাদেশ | ২ কার্তিক, ১৪৩১ | ১৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দল ও ধর্মের ভিত্তিতে দেশে কোনো বৈষম্য চায় না জামায়াত
  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক

বিপিএলের ব্যস্ততা শেষেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। যেখানে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) মার্চে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দলের এবারের সিরিজে কোনো ম্যাচই রাখা হয়নি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা দল ১ মার্চ ঢাকায় পা রাখবে। এরপর তারা সরাসরি চলে যাবে সিলেটে। ৪ মার্চ সেখানে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৬ ও ৯ মার্চ একই মাঠে হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের ১ম দুই ম্যাচ হবে সন্ধ্যা ৬টায় থেকে, শেষ ম্যাচ হবে বিকেল ৩টা থেকে।

এরপর সেখান থেকে দু’দল উড়াল দেবে বন্দর নগরী চট্টগ্রামে। যেখানে হবে ওয়ানডে ম্যাচগুলো। ১৩ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। তিনটি ওয়ানডে ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের ১ম দুই ম্যাচ হবে দুপুর আড়াইটায়, তৃতীয়টি হবে সকাল ১০টায়।

ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চট্টগ্রাম থেকে আবারও সিলেটে যাবে দু’দল। ২২ মার্চ সিলেটে হবে প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে আবারও বন্দর নগরী চট্টগ্রামে আসবে দু’দল। ৩০ মার্চ মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্টই শুরু হবে সকাল ১০টায়।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি >>>

১ম টি-টোয়েন্টি- ৪ মার্চ, সিলেট।
২য় টি-টোয়েন্টি- ৬ মার্চ, সিলেট।
৩য় টি-টোয়েন্টি- ৯ মার্চ, সিলেট।

১ম ওয়ানডে- ১৩ মার্চ, চট্টগ্রাম।
২য় ওয়ানডে- ১৫ মার্চ, চট্টগ্রাম।
৩য় ওয়ানডে- ১৮ মার্চ, চট্টগ্রাম।

১ম টেস্ট- ২২-২৬ মার্চ, সিলেট।
২য় টেস্ট- ৩০ মার্চ-৩ এপ্রিল, চট্টগ্রাম।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!