খুলনার রূপসা উপজেলার বিদ্যাপিঠ পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের স্বর্ণালী ব্যাচ ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ও সাবেক সহকারী প্রধান শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাসের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বৃহস্পতিবার (১ফেব্রুয়ারী) বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীন, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, আলাইপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আল মামুন সরকার। সংবর্ধিত অতিথি ছিলেন শ্রীপুর মধুসূদন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাস, সম্মানিত অতিথি ছিলেন গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার শিকদার,সাবেক সহকারী শিক্ষক অণিমা রাণী কুন্ডু। বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন সরসিন্ধু সরকার।
অত্র বিদ্যালয়ের শিক্ষক নৃপেন্দ্রনাথ রায় ও শক্তিপদ বসুর সঞ্চালনায় বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বিবেক আনন্দ রায়, তপন কুমার বিশ্বাস, মোখলেছুর রহমান, রবিউল ইসলাম ফকির, মাধুরী সরকার প্রমুখ।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা বলেন, সকলের একান্ত চেষ্টায় অজপাড়া গায়ের বিদ্যালয়টি আজ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সংবর্ধনার অনুপ্রেরণা নিয়ে শতভাগ সাফল্য অর্জনকারী স্বর্ণালী ব্যাচ এসএসসি ২৩ এর শিক্ষার্থীরা দেশের কল্যাণে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্বও অর্জন করতে হবে তোমাদের।
সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীন বলেন, উপজেলা পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত মেধাতালীকায় রয়েছে ১৬ জন। এর মধ্যে পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন। সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। স্বর্ণালী ব্যাচ ২০২৩ শিক্ষাবর্ষে শতভাগ সফল হওয়া কৃতি শিক্ষার্থীদের কাছে আমি এই আশা করি।
খুলনা গেজেট/ এএজে