বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা ১৯ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় ৭ টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। এসময় শৈলকূপা উপজেলার মদনডাঙ্গায় স্কুল সংলগ্ন অবৈধ ১টি ইটভাটা ও হরিনাকুন্ডু উপজেলায় ১টি অবৈধ ইটভাটা এস্কভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, এমন অভিযান জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন