খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ
  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

গাজায় ইসরায়েলি হামলায় আরেক সাংবাদিক নিহত, এ পর্যন্ত ১২০

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় আরেক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত অক্টোবর থেকে এ উপত্যকায় ইসরায়েলি হামলায় ১২০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার মধ্যগাজার নুসেইরাত শরণার্থীশিবিরে হামলার এ ঘটনা ঘটে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহত সাংবাদিকের নাম ইয়াদ আহমেদ আল-রাওয়াগ। তিনি সাউত আল-আকসা রেডিওর সম্প্রচারক ও অনুষ্ঠান উপস্থাপক ছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজাজুড়ে ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি হামলার ভয়ে তাঁদের হাসপাতালের ৯৫ শতাংশ কর্মী পার্শ্ববর্তী এলাকা রাফাতে পালিয়ে গেছেন।

এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএতে দেওয়া সাহায্য স্থগিতের ঘোষণা দিয়েছে কয়েকটি পশ্চিমা দেশ। ইসরায়েলের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েল দাবি করেছে, এ সংস্থার কয়েকজন কর্মী গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। এ ধরনের সিদ্ধান্তকে তিনি অতিশয় বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরায়েলকে গত শুক্রবার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু এখন পর্যন্ত এতে কোনো কর্ণপাত করেনি ইসরায়েল। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে। স্থানীয় সময় শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদে প্রায় ২০ হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তাঁরা যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, একই ধরনের বিক্ষোভ হয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোটায়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!