খুলনা, বাংলাদেশ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২৮ মে, ২০২৪

Breaking News

  ঘূর্ণিঝড় রেমাল তান্ডবে খুলনাসহ দেশে ১০জনের প্রাণহানি
  ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের
  ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে প‌রিণত হয়েছে, সমুদ্রবন্দরগু‌লোকে ০৩ (তিন) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

সেরে উঠেছেন মুশফিক, খেলবেন ফাইনাল ম্যাচেও

ক্রীড়া প্রতিবেদক

তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপে উইলো হাতে দারুণ পারফর্ম করছেন মুশফিকুর রহিম। উইকেটের পেছনেও দায়িত্ব পালন করছেন উইকেট-রক্ষকের।

নাজমুল একাদশের হয়ে খেলছেন প্রেসিডেন্টস কাপে। তার দল ফাইনালেও পৌঁছে গেছে। তবে দুর্ভাগ্য মুশফিকের।

বুধবার তামিম একাদশের বিপক্ষে উইকেট-রক্ষকের দায়িত্ব পালন কালে ডান কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের ২৬ ওভার চার বলের সময় ইয়াসির আলী রাব্বির ক্যাচ ধরতে গিয়ে নিজেকে সামলে রাখতে পারেননি। এরপর বেশ কিছুক্ষণ মাঠেই বসে ছিলেন কাঁধে হাত দিয়ে। এরপর ফিজিওর কাঁধে ভর করে মাঠ ছাড়েন।

তবে খুশির খবর, সেরে উঠেছেন মুশফিক। তার ঘনিষ্ঠ সূত্র আরটিভি নিউজকে জানান, ফাইনালে খেলতে মুখিয়ে আছেন তিনি। শুধু ব্যাটিং নয় দায়িত্ব পালন করবেন উইকেট-রক্ষকেরও।

ফাইনাল ম্যাচ হবার কথা ছিল ২৩ অক্টোবর, শুক্রবার। তবে বৈরি আবহাওয়ার কারণে ম্যাচ পিছিয়ে নেয়া হয়েছে ২৫ অক্টোবর, রোববার। মূলত এ কারণেই তৈরি হবার সুযোগ পেয়েছেন দেশ সেরা এই ব্যাটসম্যান।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!