খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয় পাকিস্তানের বিপক্ষে। যেখানে পাক অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় সংগ্রহের দেখা পায় সুমাইয়া আক্তারের দল।

শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন অধিনায়ক সুমাইয়া আক্তার।

আগে ব্যাট করতে নেমে বেশিক্ষণ মাঠে টিকতে পারেননি ওপেনার ইভা খাতুন। তিনি ৬ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৪ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেছেন ২৪ রান।

তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন অরভিন তানি। ৩ চারের সাহায্যে ৩০ বলে করেছেন ৩১ রান। ঝোড়ো ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া।

আগামীকাল (২৮ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও বুধবার (৩১ জানুযারি) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ২ ফেব্রুয়ারি সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!