শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

২৭ জানুয়ারি বাম জোটের দেশব্যাপী বিক্ষোভ

গে‌জেট ডেস্ক

আগামী ২৭ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট। নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতিবাজ, টাকা পাচারকারী ও লুটপাটকারীদের শাস্তির দাবিতে এ কর্মসূচি হবে।

সভায় নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির পাঁয়তারা, দমন-পীড়ন-নিপীড়ন বন্ধ এবং গ্রেপ্তার রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন—বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাম নেতা মোহাম্মদ শাহ আলম, বজলুর রশিদ ফিরোজ, সীমা দত্ত, মিহির ঘোষ, শহিদুল ইসলাম সবুজ, তৈমুর খান অপু, আবদুল আলী, মাসুদ রেজাসহ অনেকে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন