কিশোরী ফাতেমার পায়ে যেন জাদুর ছোয়া আছে। খেলার মাঠে নামলে সে অসাধারণ পারফরম্যান্স দেখায়। গত চার বছরে ফুটবলে সে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। খুলনা জেএফএ কাপের তিন বছর অধিনায়কের দায়িত্ব পালন করেছে। ২০২০ সালে জেএফএ কাপে দলনেতা হিসেবে তার হ্যাট্রিকের বদৌনতে খুলনা জেলা চ্যাম্পিয়ন হয়। কৃতিত্ব দেখিয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১২,১৪ ও ১৭ মেয়েদের ফুটবল প্রতিযোগিতায়।
২০২৩ সালে দিল্লিতে অনুষ্ঠিত “সুব্রত কাপ” মেয়েদের ফুটবল টুর্নামেন্টে বিকেএসপি’র হয়ে খেলার সৌভাগ্য হয়েছে তার। এছাড়া আগামী ১ মার্চ নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব ১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক মনোনীত বিকেএসপি’র ফুটবল বিভাগের ১২ জন মেয়ে প্রশিক্ষণার্থীর মধ্যে ফাতেমা রয়েছে।
ফাতেমা আক্তারের বয়স যখন ৯ বছর বোয়ালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশুনা কলাকালীন সময় থেকেই খেলাধুলার প্রতি বিশেষ করে ফুটবল খেলার প্রতি তার প্রবল আগ্রহ জন্মে। ২০১৯ সালে পুলিশ লাইন্স স্কুলে অনুষ্ঠিত স্কুল পর্যায়ে ওই বিদ্যালয় টিমের স্ট্রাইকার হিসেবে জেলা পর্যায়ের খেলায় অংশ নেয় ফাতেমা।
এ সময় পিতা মফিদুল মোল্লা মেয়ে ফাতেমা আক্তারের ফুটবল খেলার নৈপুণ্য দেখে দারুনভাবে উৎসাহিত হন। তখন থেকেই তার কন্যাকে ফুটবলার বানানোর স্বপ্ন দেখেতে শুরু করেন। তার সে স্বপ্ন বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে নিজ এলাকার সাবেক দক্ষ হেমাদ্রি রায় নামে একজন ফুটবলারকে মেয়ের কোচ নিযুক্ত করেন। হেমাদ্রি রায়ের তত্ত্বাবধানে বাড়ির সামনে নন্দনপ্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে চলতে থাকে ফুটবলের অনুশীলন। পরবর্তীতে ফাতেমা ফুলতলার রূপক স্বাধীন একাডেমীর কোচ বদর উদ্দিন ইতির তত্ত্বাবধানে বেশ কিছুদিন প্র্যাকটিস চালিয়ে। খুলনা মহিলা ফুটবল দলের অধিনায়ক জেএফএ কাপে নৈপুণ্য দেখিয়েছে।
ফাতেমা আক্তারের পিতা মফিদুল মোল্লা জানান, ২০২০ সাল থেকে বাংলাদেশের যতগুলো মেয়ে দলের অনূর্ধ্ব ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেক প্রতিযোগিতায় তার মেয়ে অংশ নিয়ে নৈপূণ্য দেখিয়েছে। ২০২০ সালে জেএফএ কাপ মহিলা দলের ফুটবল টুর্নামেন্টে খুলনা জেলা চ্যাম্পিয়ন হয়। ওই বছর ফাতেমা খুলনা জেলা দলের ক্যাপ্টেন হিসেবে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে।
২০২২ সালে ফাতেমা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র ফুটবল বিভাগের মেয়ে প্রশিক্ষণার্থী হিসেবে চান্স পায়। ২০২৩ সালে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ “সুব্রত কাপ”-২০২৩ এ বিকেএসপি’র হয়ে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে। চলতি বছরের শুরুতে ফাতেমা জাতীয় মহিলা ফুটবল টিমে পা রাখে।
আগামী ১ লা মার্চ নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব ১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ অংশগ্রহণের জন্য বাফুফে বিকেএসপি’র ফুটবল বিভাগের যে ১২ জন প্রশিক্ষণার্থীকে মনোনীত করেছে তার মধ্যে ফাতেমা রয়েছে।
ফাতেমা আক্তারের পিতা মফিদুল মোল্লা তার মেয়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।