যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, দেশটির ইলিনয়ে দুটি বাড়িতে গুলিবিদ্ধ সাতজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে দুটি বাড়িতে তাদের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজন বন্দুকধারীকে খোঁজা হচ্ছে।
পুলিশ বলছে, তারা জোলিয়েট শহরে এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে।
জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন। ন্যান্সকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা উচিত।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজন হামলাকারী একটি লাল টয়োটা ক্যামরি গাড়ি চালান বলে ধারণা করা হচ্ছে।