অনেক আশা নিয়ে বিশ্বকাপে গিয়েও ভারতের বিপক্ষে রীতিমতো বাজেভাবে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচেই এত বড় ধাক্কার পর এবার আসরে টিকে থাকার লড়াইয়ের আইরিশদের মুখোমুখি হয়েছে টাইগার যুবারা। যেখানে টস হেরে ব্যাট করে মাহফুজুর রহমান রাব্বির দলের সামনে বেশ চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুঁড়ে দিয়েছে আয়ারল্যান্ড।
সোমবার (২২ জানুয়ারি) ব্লুমফনটেইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেছেন কিয়ান হিল্টন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন।
‘ডু অর ডাই’ ম্যাচে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। গত ম্যাচে ৫ উইকেট শিকার করা মারুফ মৃধা এবারও নতুন বলে টাইগারদের প্রথম উইকেট এনে দেন। রায়ান হান্টারকে ফিরিয়ে ২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।
এরপর আরেক প্রান্তে নিয়মিতই উইকেট তুলেছে বাংলাদেশ। তবে অপর প্রান্তে একাই লড়াই চালিয়ে গিয়েছেন কিয়ান হিল্টন। এই টপ অর্ডার ব্যাটারের ১১২ বলে ৯০ রানে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আয়ারল্যান্ড। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে মুখ্য ভূমিকা রেখেছেন তিনি।