Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গাংনীতে আগুনে দগ্ধ দিনমজুরের মৃত্যু

গে‌জেট ডেস্ক

মেহেরপুরের গাংনী উপ‌জেলার কল্যাণপুর গ্রামে আগুন ।পোহাতে গিয়ে শাহাদুল ইসলাম (৫০) নামে এক দগ্ধ দিনজমুরের মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহাদুল ইসলাম কল্যাণপুর গ্রামের মরহুম তৈয়ম উদ্দীনের ছেলে।

এর আগে, বুধবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে শীত নিবারনের জন্য বাড়ির পাশে আগুন পোহাচ্ছিলেন শাহাদুলসহ প্রতি‌বেশী কয়েকজন। হঠাৎ ওই আগুন তার শরীরের পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ পুড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য প্রথমে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যালে নেয়া হয়।

চিকিৎসকরা জানান, শাহাদুলের শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছিলো।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কাওছার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার শরীরের অর্ধেক অংশ পুড়ে যাওয়ায় ঢাকায় নেয়া হয়েছিল। লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।’

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন