বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

টস জিতে সাকিবদের ব্যাটিংয়ে পাঠালেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের দশম আসরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তাই আগে ব্যাট করবে সাকিবের রংপুর রাইডার্স। শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচটি শুরু হবে।

মিরপুরের নতুন উইকেটে আগে বল করাই উপযুক্ত মনে করেন তামিম। অন্যদিকে সোহান জানালেন তার দলের লক্ষ্য স্কোরবোর্ডে ১৭০ এর অধিক রান যোগ করা।

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ব্রেন্ডন কিং ও সালমান এরশাদ।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন