মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চীনে ব্যাপক তুষারধস আটকা হাজার পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ব্যাপক তুষারধসে বন্ধ হয়ে গেছে মহাসড়ক। এতে প্রায় এক হাজার পর্যটক কয়েক দিন ধরে একটি প্রত্যন্ত পর্যটন এলাকায় আটকা পড়েছেন। কয়েক মিটার উঁচু তুষার ও ঝোড়ো আবহাওয়ার কারণে পর্যটকদের সরিয়ে আনার কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি।

কাজাখস্তান, রাশিয়া ও মঙ্গোলিয়ার সীমান্তবর্তী মনোরম পর্যটন গ্রাম হেমুতে পর্যটকরা আটকা পড়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কয়েক দিন ধরে এখানেই রয়েছেন তারা। ভারী তুষারপাতের কারণে আলতাই পর্বতের ভেতর দিয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য কানাসের দিকে যাওয়া মহাসড়কগুলোয় প্রচুর তুষারধস হয়েছে। এতে মহাসড়কগুলোর বিশাল অংশ তুষারের নিচে চাপা পড়ে আছে।

এদিকে মারাত্মক কুয়াশার কারণে ভারতের বিমানবন্দরগুলোয় একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। কিন্তু এয়ারলাইন্স বা বিমানবন্দর কর্তৃপক্ষ যথাসময়ে যাত্রীদের তথ্য দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শত শত যাত্রী এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভোগান্তির চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের এভিয়েশন রেগুলেটর থেকে এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে– ‘পর্যাপ্ত সময় আগে’ যেন তারা তাদের ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং ‘যথেষ্ট সময় হাতে থাকা অবস্থায়’ যেন ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য তারা যাত্রীদের জানায়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন