হজযাত্রী পরিবহণের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করতে যাচ্ছে সৌদি আরব। লোহিত সাগরের উপকূলবর্তী শহর জেদ্দা থেকে মক্কার কাবা পর্যন্ত হজযাত্রী পরিবহনের উড়ন্ত ট্যাক্সি পরিষেবা পরিচালনা করার পরিকল্পনা করেছে সৌদি সরকার। খবর গলফ নিউজের।
দেশটির কর্পোরেট কমিউনিকেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল শাহরানি সৌদি জানান, জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর এবং গ্র্যান্ড মসজিদের কাছে মক্কার হজযাত্রী পরিবহণের জন্য উড়ন্ত ট্যাক্সিগুলো শাটল পদ্ধতিতে ব্যবহার করা হবে। এজন্য সৌদির ১০০টি লিলিয়াম জেট, জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ এবং ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কেনার চুক্তি করেছে সরকার।
তিনি বলেন, প্রতিটি উড়ন্ত ট্যাক্সিতে ছয়জন যাত্রী পরিবহণ করা হবে। এছাড়া সৌদি এয়ারলাইনস এই ধরনের বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সির পারমিট পাওয়ার জন্য আইনি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। তিনি আরও বলেন, এই পরিষেবা ওমরাহ এবং বার্ষিক হজ যাত্রার মৌসুমে পরিবহণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পরিষেবার চালু করার তারিখ প্রকাশ না করে বলেন, এই উড়ন্ত ট্যাক্সি দ্রুত সময়ের মধ্যে উদ্ধোধন করা হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেছেন, গত বছর সারা বিশ্বের প্রায় ২০ লাখ হজযাত্রী সৌদি আরবে হজ পালন করেছেন। গত বছর ওমরা পালন করেছেন এক কোটি ৩৫ লাখ মানুষ। কারণ ইসলামে প্রত্যেক আর্থিক সক্ষম ব্যক্তিদেরকে হজ পালন করা বাধ্যতামূলক।
এদিকে সৌদি সরকার হজ ও ভ্রমণ করার জন্য ভিসা জটিলতা কমিয়ে এনেছে। এখন নারীরা এককভাবে হজ পালন করতে পারবেন। সঙ্গে কোনো পুরুষ ব্যক্তি থাকা এখন আর বাধ্যতামূলক বিষয়টি উঠিয়ে নিয়েছে দেশটি।