নাগরিক আন্দোলন খুলনার সভায় বক্তারা বলেছেন, খুলনার রাস্ট্রয়াত্ব বন্ধ পাটকল চালু অনাহারে বেকার শ্রমিকদের কর্মসংস্থান, দ্রব্যমূল্যের উর্ধোগতি রোধ, ভুমি সংক্রান্ত দুর্নীতিসহ জনগনের হয়রানি বন্ধ করতে হবে। একই সঙ্গে নগরীতে ফুটপাতে চলাচলে সকল বাধামূক্তসহ বাসযোগ্য সকল প্রতিবন্ধকতা দূর করতে হবে।
এজন্য সস্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমে সাহসী,অভিজ্ঞ ও কর্ম উদ্দীপনা নিয়ে নাগরিকদের আন্দোলনের আহবান জানান তারা।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে বিএমএ মিলনায়তনে নাগরিক আন্দোলন খুলনার নিয়মিত সভায় বক্তারা একথা বলেন। এ্যাড: আ,ফ,ম মহসীনের সভাপতিত্বে সভায় দ্রব্যমূল্রের দাম কমানোন দাবীতে আগামি ২০ জানুয়ারি সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও পাঠ্যপুস্তকে ভূল সংশোধন, শিক্ষাকে সময়োপযোগী দুর্নীতি মুক্ত,জনগনের সুচিকিতসাসহ নির্বাচন পরবর্তী গ্রামাঞ্চলে প্রতিহিংসা পরায়ন বন্ধের দাবি জানিয়ে আগামী ১৭ তারিখ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এসকল বিষয় তুলে সমাধানের আহবান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএমএ খুলনার সভাপতি ডা: শেখ বাহরুল আলম, এফ এম ইকবাল, এম এ সবুর, এ্যাড: জাহাঙ্গীর আলম সিদ্দিকী, লোকমান হাকিম, এ্যাড: প্রসেনজি’ দত্ত, মহিরুল ইসলাম বাবুল, অধ্যা: হাবিবুর রহমান, এ্যাড: মৃত্যুনজয়, সামসুর রহমান, নুরুন্নাহার হীরা,শের আলী শেরবাগ, কামরুজ্জামান সাদ, রানু রায়, শেখ মো: রুহুর আমিন প্রমুখ।
সভায় নাগরিক আন্দোলন খুলনার পরবর্তী সভায় সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।
খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/ এএজে