বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দেশীয় দুটি ওয়ান শুটারগানসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলার টিপনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ডালিম বিশ্বাস উপজেলার শোলগাতিয়া গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে ডালিম বিশ্বাস(৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে টিপনা নামক গ্রাম এলাকা থেকে উপজেলার শোলগাতিয়া গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে ডালিম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ডিবি পুলিশ অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন