চলে গেলেন ভারতীয় উচ্চাঙ্গসংগীতের প্রবাদপ্রতীম শিল্পী উস্তাদ রশিদ আলী খান(৫৬)। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) ভারতীয় সময় দুপুর পৌনে ৪টায় কলকাতার একটি বেসরকরী হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।
পদ্মশ্রী এই শিল্পীর অকাল প্রয়াণে সঙ্গীতমহলে নেমে এসেছে শোকের ছায়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
তিনি বলেন , উত্তরপ্রদেশের বদাউনিতে জন্ম হলেও তিনি কলকাতাকে ভালো বেসে ফেলেছিলেন। তাই তিনি বাঙালি হয়ে উঠেছিলেন। তার এই মৃত্যুতে সঙ্গীতজগতের অপূরণীয় ক্ষতি হল। এদিন হাসপাতালে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার মরদেহ শায়িত থাকবে শ্রদ্ধা জানানোর জন্য। বুধবার রবীন্দ্রসদনে তাকে বিভিন্ন মহল থেকে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, গত নভেম্ভর মাস থেকে মস্তিস্কে রক্ত ক্ষরণের জন্য তাকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু মঙ্গলবার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চিরবিদায় নিলেন। স্তব্ধ হয়ে গেল তার কন্ঠ।
খুলনা গেজেট/ টিএ