গতকালই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯ আসনের জাতীয় এই নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নির্বাচনী প্রচারের জন্য গত কয়েক সপ্তাহ মাগুরায় ব্যস্ত সময় পার করেন তিনি।
তবে গতকাল নির্বাচনে বড় জয়ের পরেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিব। আসন্ন বিপিএলের জন্য ভোট শেষেই অনুশীলনে নেমে পড়েছেন মাগুড়া-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য আপাতত নিজেকে প্রস্তুত রাখছেন তিনি। যার কারণে সোমবার (৮ জানুয়ারি) বিকেলে মিরপুরের মাঠে এসে হাজির হন তিনি।
মূলত অনুশীলনের জন্যই রাতে মাগুরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ইনডোর স্টেডিয়ামে সাকিব ছাড়াও রয়েছেন তার কোচ নাজমুল আবেদীন ফাহিম। এ ছাড়াও, ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আছেন।
সোমবার (৮ জানুয়ারি) আনুমানিক দুপুর ৩টার দিকে সাকিব মিরপুরে আসেন । এ সময় ব্যাটিং অনুশীলনেই বেশি মনোযোগী ছিলেন। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আঙুলের চোটে ছিটকে যাওয়ার পর এই প্রথম ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল সাকিবকে। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেন তিনি। এর আগে নির্বাচনের প্রচার চলাকালেও মাগুরায় ফিটনেস অনুশীলন বজায় রেখেছিলেন সাকিব।
খুলনা গেজেট/ টিএ