মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ভারতীয় নৌবাহিনীর ৮ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিল কাতার

গেজেট ডেস্ক

ভারতীয় নৌবাহিনীর সাবেক আটজন কর্মকর্তার মৃত্যুদণ্ডের সাজা স্থগিত করার পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে কাতারের আদালত। এমনটি জানিয়েছে ভারত কর্তৃপক্ষ। খবর বিবিসি।

গত বছরের ডিসেম্বরে কাতারের আদালত ওই আট ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেয়। এখন তাদের বিভিন্ন মেয়াদে দেওয়া কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার জন্য ৬০ দিন সময় আছে।

এদিকে ভারত এবং কাতারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি। তবে ফাইন্যান্সিয়াল টাইমস এবং রয়টার্স একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জানায়, ভারতীয় ওই আট কর্মকর্তার বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

এ বিষয়ে শুরুতে ভারত, কাতার এবং ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া এ বিষয়ে আদালতের কোনো আদেশও প্রকাশ্যে আসেনি। তবে শেষে এসে বিষয়টি নিয়ে সরব ছিল ভারত। কারণ এটি ভারত সরকারের কূটনৈতিক সফলতার অংশ ছিল।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ভারত ওই আট কর্মকর্তার মৃত্যুদণ্ডের রায় হাতে পেয়েছে। তবে এটি খুবই গোপনীয় একটি নথি।

তিনি বলেন, মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তাদের বিভিন্ন মেয়াদে করাদণ্ড দেওয়া হয়েছে। এখন কারাদণ্ডের বিরুদ্ধে আগামী ৬০ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। তবে তাদেরকে কতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এ ব্যাপারে কিছু জানাননি তিনি।

তিনি আরও বলেন, তাদের ব্যাপারে এখন আইনিভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত বছরের অক্টোবরে ভারতীয় নৌবাহিনীর ওই আট কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ভারত ব্যাপক চিন্তিত হয়ে পড়ে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন