শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৫ জানুয়ারি) বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শুকদাড়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফকিরহাট মডেল খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল আলম বলেন, উদ্ধার করা ওই নারীর বয়স ২৫ থেকে ৪০ এর মধ্যে হবে।

ধারণা করা হয়,কোন এক সময় তাকে হত্যা করে রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে হত্যাকারীরা। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তার পরিচয় জানার জন্য সকল থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে। এছাড়া হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন