প্রত্যাশিত আলো ছড়াতে না পারলেও কাঙ্ক্ষিত জয় ঠিকই পেয়েছে জুভেন্টাস। আলভারো মোরাতার জোড়া গোলে দিনামো কিয়েভকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করেছে আন্দ্রেয়া পিরলোর দল। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জেতে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আগে থেকেই নেই ক্রিস্তিয়ানো রোনালদো। আক্রমণভাগের আরেক তারকা পাওলো দিবালাকেও বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ পিরলো। তিন দিন আগে সেরি আয় ক্রোতোনের বিপক্ষে পয়েন্ট হারানো জুভেন্টাসকে এ ম্যাচের শুরুতেও কিছুটা ধুকতে দেখা যায়।
ম্যাচের শুরুর দিকে অবশ্য পরপর দুই মিনিটে দারুণ দুটি সুযোগ পায় জুভেন্টাস। দ্বাদশ মিনিটে ফেদেরিকো চিয়েসার শট গোলরক্ষক হিয়োর্হি বুশচিন ঝাঁপিয়ে ঠেকানোর পর কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট হেড করেন জর্জো কিয়েল্লিনি।
এর কিছুক্ষণ পরই একটা ধাক্কা খায় সফরকারীরা; চোট পেয়ে মাঠ ছাড়েন নির্ভরযোগ্য ডিফেন্ডার কিয়েল্লিনি।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় টানা ৯ বারের সেরি আ চ্যাম্পিয়নরা। দেজান কুলুসেভস্কির জোরালো শট ঝাঁপিয়ে ঠেকালেও বল হাতে রাখতে পারেননি বুশচিন। আলগা বল গোলমুখে পেয়ে অনায়াসে দলকে এগিয়ে নেন আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে আসা মোরাতা।
পিছিয়ে পড়ার পর পাল্টা আক্রমণে বেশ কয়েকবার জুভেন্টাসের রক্ষণে ভীতি ছড়ায় কিয়েভ। কিন্তু প্রতিবারই শেষে খেই হারিয়ে উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।
দারুণ এক পাল্টা আক্রমণে ৮৩তম মিনিটে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মোরাতা। ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর ক্রসে ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।
যোগ করা সময়ে দূরপাল্লার শটে ব্যবধান কমানোর চেষ্টা করেন দিনামোর মিডফিল্ডার সের্হি সেদুরচুক। ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।
জাল অক্ষত রেখে পথচলা শুরু হলো জুভেন্টাসের। কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকটা দারুণ হলো সাবেক তারকা ফুটবলার পিরলোর।
খুলনা গেজেট/এএমআর