মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মাঠের একটি আমবাগানে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে সোহান হোসেন (৩৫) নামের এক কৃষক আহত হয়েছেন। আহত সোহান ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
আজ বুধবার সকাল ১০টার দিকে শোলমারী গ্রামের ঈদগাহ পাড়ার বাসিন্দা ফয়েজ উদ্দীনের আমবাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোহান বুধবার সকালের দিকে গ্রামের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। সোহান ওই মাঠের একটি আমবাগানের ভিতর দিয়ে হাঁটার সময় রশি দিয়ে পলিথিনের ব্যাগে রাখা পরিত্যক্ত বোমায় তার পা স্পর্শ করলে, বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণের সময় এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। এসময় মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মেহেদী হাসান, সোহানের পায়ে ও পেটে আঘাত হয়েছে। আহত সোহানকে উদ্ধারকারী কৃষক আরিফ হোসেন জানান, বিস্ফোরণে পুরো মাঠের কৃষক ভয়ে দিগবিদিক হয়ে পড়েছিলাম। এদিকে খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার নাজমুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মেহেরপুর সদর থানায় ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। বোমাটি কে বা করা রেখেছি তা খতিয়ে দেখা হচ্ছে।
খুলনা গেজেট/ টিএ