ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
েএছাড়া কুয়াশার কারণে বিভিন্ন রুটেন লাইটারেজ জাহাজ, যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।
এর আগে রাত সোয়া ১০টায় একই কারণে আরিচা-কাজিরহাট রুটেও সংস্থাটি ফেরি চলাচল বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য সত্যতা নিশ্চিত করেন।
শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, শাহ আলী ফেরি পাবনার কাজিরহাট ঘাটে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙ্গর করে আছে। অন্য ফেরিগুলো মানিকগঞ্জের আরিচা ঘাটে নোঙ্গর করে রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।
তিনি আরও বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে মাঝনদীতে কেরামত আলী, শাহ পরাণ, গোলাম মওলা ও ঢাকা ফেরি যাত্রী-যানবাহন নিয়ে নোঙ্গর করে আছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে চারটি এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি অপেক্ষা করেছে।